নীলফামারীর সৈয়দপুর শহরে কমরেড রুহুল আলম মাস্টারকে শত শত মানুষের ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়। কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদের সম্মানিত সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াত রহুল আলম মাস্টার এঁর দাফন সম্পন্ন হয়েছে। আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার শহরের হাতীখানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের পূর্বে তাঁর মরদেহ দুপুর ১২ টায় শহরের স্মৃতি অম্লান চত্বরে রাখা হয় এবং সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে কয়ানিজপাড়া কলিমনগর খানকা শরীফে বাদ যোহর তাঁর জানাজা নামাজ শেষে উল্লেখিত স্থানে দাফন করা হয়।
রুহুল আলম মাষ্টার গতকাল বুধবার বিকালে দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন। স্থানীয় কয়ানিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…