প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করছে। শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। শিক্ষক ও কর্মকর্তারা উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন সম্ভব। একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে আমাদের সকলকে কাজ করতে হবে। গতকাল সোমবার (২রা ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রংপুর বিভাগের মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপবৃত্তি প্রদান প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকের শতভাগ উপবৃত্তি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষার্থী সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে উপবৃত্তি গ্রহণ করে, কিন্তু তারা লেখাপড়া করে অন্যখানে। যে লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছিল তার সুফল সঠিকভাবে আসছে না। এই বিষয়ে শিক্ষকদের সচেতন হতে হবে।
শিক্ষকগণের বেতন বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা মোট সরকারি চাকরিজীবীদের এক চতুর্থাংশ। তাঁদের বেতন বৃদ্ধির বিষয়টি বাজেটের সঙ্গে জড়িত। এদেশের শিক্ষাখাতের বাজেট দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। শিক্ষার উন্নয়নে শিক্ষাখাতে বাজট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ের খেলার মাঠ দখল এবং নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের মাঠপ্রশাসনের কর্মকর্তাগণ প্রাথমিক বিদ্যালয়সমূহে চক ডাস্টারের ব্যবহার বৃদ্ধি, চর অঞ্চলের বিদ্যালয়সমূহে চরভাতা এবং আবাসিক ব্যবস্থা, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ গ্রহণ প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।
রংপুরের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর উপদেষ্টা রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করেন।