‘আনন্দমেলা’ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন একঝাঁক তারকা

দেশে যখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন ভিসানীতি নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই খবর এল একঝাঁক তারকা যাচ্ছেন ‘আনন্দমেলা’ নামের এক অনুষ্ঠানে অংশ নিতে। যদিও যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এ দেশের রাজনীতির সঙ্গে সম্পর্কিত আর তারকারা যাচ্ছেন নিছক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে। দেশের বাইরে এই আয়োজনে অংশ নেয়া তারকাদের তালিকায় আছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মোশাররফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রোবেনা রেজা জুঁই, ফারিয়া শাহরীন, মন্দিরা ও গায়ক প্রতীক হাসান, স্বপ্নীল সজিবসহ অনেকেই।
জানা যায়, আগামী ১৭ ও ১৮ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে ‘আনন্দমেলা’ নামের এক বিশেষ অনুষ্ঠান। এখানেই নাচে-গানে মাতাবেন এই তারকারা। এরই মধ্যে তারকারা দেশে মহড়া সেরে নিচ্ছেন। অনেকে নিচ্ছেন বিশেষ প্রস্তুতিও। আয়োজকদের ধারণা, বরাবরের মতো এবারও এই আয়োজনে কয়েক হাজার বাঙালি অংশ নেবেন।
‘আনন্দমেলা’ আয়োজন কমিটির পক্ষে মুহাম্মদ আলী এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, ‘মোশাররফ করিম ও সাজু খাদেমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একই সঙ্গে আনন্দমেলায় পারফর্ম করবেন। প্রতিবছর লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এবার তাদের উপস্থিতি নতুন মাত্রা পাবে বলেই আমি মনে করছি।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেশীয় উপস্থাপক নীল হুরে জাহান। তিনিও এরই মধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
জানা যায়, প্রবাসীদের জন্য অলাভজনক আয়োজন এই ‘আনন্দমেলা’। পুরো আয়োজনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আর্থিক লাভের জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার হাজার বাংলাদেশি উপস্থিত হয়ে দুই দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটাও আরও সুদৃঢ় হয়।’

  • Related Posts

    বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল

    বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে বিয়েল পিঁড়িতে বসেছেন ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে…

    Continue reading
    সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

    বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি