নীলফামারীতে সুবিধা বঞ্চিত মানুষের শীত দূর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫০০ কম্বল প্রদান করেছে বেসরকারি সংস্থা আশা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে এসব কম্বল হস্তান্তর করেন আশার জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহার হোসেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপক একরামুল হক, ব্যবস্থাপক নুরুজ্জামান ও মাসুম হায়দার প্রমুখ।
সংস্থাটির জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, দরিদ্র ও শীতার্ত মানুষদের কথা ভেবে অন্যান্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তারই অংশে জেলার দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫০০ কম্বল প্রদান করা হলো।
নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা ইপিআই চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।…