দিনাজপুরের চিরিরবন্দরে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের আওতায় সহজ কিস্তিতে সৌর পাম্প স্থাপন বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি গ্রাহক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. মনিরুজ্জামান খান।
বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চিরিরবন্দর ডেপুটি জোনাল ম্যানেজার মো. মিনহাজ শেখ, এজিএম ইশরাত সুলতানা, গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় শিক্ষক, গ্রাহক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।