নীলফামারী জেলার ডোমার থানাধীন বোড়াগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) টি মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার পূর্বক ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা। ০৮ জুন ২০২৩ খ্রিঃ ১৫.০০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অতপর উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে উক্ত কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ আসামী মোঃ বিপুল ইসলাম(৪০), পিতা- মোঃ ওয়াহেদুল ইসলাম, মাতা-মোছাঃ হাসিনা বানু, সাং-দক্ষিন মটুকপুর, থানা-ডোমার, জেলা-নীলফামারী‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডোমার থানায় একটি চোরাকারবারী মামলা রুজুকরা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
ডোমারে স্কুল শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড়
নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘিরে বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি দশম শ্রেনীর দুই ছাত্র/ছাত্রীর প্রেমের মাধ্যমে বিয়ে, অতপর ছাত্রটির আত্মহত্যার রেশ কাটতে না কাটতে এবার শ্রেণিকক্ষের ভেতরে…