নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীর অসহায়,দুস্থ বিধবা মোছা. অমিছা বেওয়ার (৬৫) শরীরের একটি টিউমার অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। তিনি দীর্ঘদিন যাবৎ অর্থের অভাবে কানের নিচের টিউমারটি অপারেশন করতে না পেরে অসহ্য যন্ত্রণায় দিনাতিপাত করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খাঁনপাড়ার মৃত. সাহাজ উদ্দিনের স্ত্রী মোছা. অমিছা বেওয়া (৬৫)। ওই দম্পতির মোছা. স্বপ্না বেগম একজন কন্যা সন্তান রয়েছে। তারও বিয়ে হয়েছে। অমিছার স্বামী সাহাজ উদ্দিন প্রায় ১৫/১৬ বছর আগে মারা যান। মৃত্যুকালে তিনি কোন সহায় সম্পদ রেখে যাননি। ফলে বর্তমানে বিধবা অমিছা বেওয়া অন্যেও বাড়িতে ঝিয়ের কাজকর্ম কওে আসছিলেন। কিন্তু বর্তমানে বয়স ও অসুস্থার কারণে আর কোন কাজকর্ম করতে পারেন না। তাই এখন অনেকটাই মানুষের কাছে চেয়ে চিন্তে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিনযাপন করে আসছেন। এর মধ্যে বিধবা অমিছা বেওয়ার ডান কানের নিচে প্রথমে একটি ছোট আকৃতির টিউমার দেখা দেয়। পরবর্তীতে সেটি আস্তে আস্তে বড় হতে থাকে। গ্রাম্য চিকিৎসকের কাছে অনেক চিকিৎসা নিয়েও সেটি ভাল হয়নি। বর্তমানে চিকিৎসা করতে না পেরে দিন দিন সেটির আকৃতি আরো বেড়ে যাচ্ছে। এতে করে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন অসহায় বিধবা অমিছা বেওয়া। সম্প্রতি তিনি রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. এ. এইচ. এম রশিদ-ই মাহবুবের কাছে চিকিৎসা নেন। তিনি (ডা.) অমিছা বেওয়াকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে টিউমারটি অপারেশনের পরামর্শ দেন। আর এতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় দুস্থ, বিধবা অমিছা বেওয়ার পক্ষে টিউমারটি অপারেশনের ওই অংকের অর্থ যোগাড় করা একেবারে সম্ভব। এদিকে, বর্তমানে অসুস্থতার কারণে বিধবা অমিছা বেওয়া কাজকর্ম করতে পারেন না। ফলে এখন তাঁর ঠিকভাবে দিনের তিন বেলা খাবারই জুটে না। প্রায় দিন খেয়ে না খেয়ে দিন কাটতে হচ্ছে তাকে। আর পরিবারেরও কেউ যে তাঁর টিউমারটি অপারেশনের জন্য ওই পরিমাণ অর্থ যোগান দিবেন। এ অবস্থায় অসহায় বিধবা অমিছা বেওয়া তাঁর টিউমারটি অপারেশন করতে সমাজের সম্পদশালী, দানশীল ও সহৃদয়বান ব্যক্তিবর্গের আর্থিক সাহায্যে জন্য আবেদন জানিয়েছেন। যোগাযোগ: মোছা. অমিছা বেওয়া, স্বামী : মৃত সাহাজ উদ্দিন, হাজারীহাট-খানপাড়া, উপজেলা: সৈয়দপুর, জেলা: নীলফামারী। মোবাইল: ০১৯৫৪-৪০২৬৪৮।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…