আজ বুধবার (১৩ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে কিংবদন্তি লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পুরাতন বাবুপাড়াস্থ শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি শিক্ষিকা শারমিন আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা মনিরা খান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা ও সপ্তম শ্রেণি শিক্ষার্থী সাবেরা মুশফিরাত সাফি প্রমুখ।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান লাভ করেছে প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বার্জিস আলী এবং দ্বিতীয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের আহমেদ সিয়াম।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে কথাসাহিত্যিক হুমায়ুন আহেমেদের লেখা বই তুলে দেন।
শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক মো. আসাদুল হক।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…