নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান চৌধুরী ও শহরের নতুন বাবুপাড়া নিবাসী মজিবর রহমান চৌধুরী গত ১০ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (১৩ নভেম্বর) বাদ জোহর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া হাজী কলোনী মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত গ্রামে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত জানাজার নামাজে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছাড়াও শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুম অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী দুই দফায় ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, এইচআর) একেএম মাহমুদ হাসান চৌধুরী রানা’র বাবা।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন, সাবেক হাফিজুর রহমান হাফিজ, অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কামারপুকুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিএনপির নেতা আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সভাপতি সাংবাদিক আমিনুল হক, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…