দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। গানের সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন।বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান।
সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছেন প্রতিবাদ। দীর্ঘদিন পর এবার তিনি গাইবেন একক কনসার্টে।
জানা গেছে, আসছে ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘গানে গানে সায়ান’ শিরোনামের একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আজব কারখানা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি।
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতোমধ্যেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে- প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।