বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল মাহাব্যবস্থাপক জনাব মামুনুল ইসলাম নীলফামারী জেলা চিলাহাটি এ গ্রেড নিমানধীন আইকনিক রেলওয়েষ্টেশনে গতকাল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন।
তিনি কাজ শেষ হওয়ার সন্তোষ প্রকাশ করেন এবং দুই এক সপ্তাহের মধ্যে ভবনটি হস্তান্তর করবে বলে জানান। তিনি বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন এবং নানা নির্দেশনা দেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক,পিডি আব্দুর রহিম, আইডাবিলিউ শরিফুল আজিম প্রমূখ্য।