নীলফামারীর ডোমারে ঢাকাগামী নাইটকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত মফিজুল ইসলাম জোড়াবাড়ী ইউনিয়নের দাড়িকামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।
মঙ্গলবার(৫নভেম্বর) বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার এলাকার মেইলের পার নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী হরিদাস রায় বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল ইসলাম ডোমারের দিকে আসছিলো। ভ্যান চালাচ্ছিল তার একমাত্র ছেলে আযম। এ সময় বিপরীতমূখী ডোমার থেকে চিলাহাটিগামী দ্রুতগতির নাইটকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামকস্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ছিটকে পড়ে কোচটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…