বুধবার , ৭ জুন ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডিমলায় ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রতিবেদক
ডিমলা প্রতিনিধি
জুন ৭, ২০২৩ ৫:৫৬ পূর্বাহ্ণ

নীলফামারীর ডিমলায় নয় কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৭), নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী র‌্যাব-১৩। শহিদুল উপজেলার পশ্চিম বাইশ পুকুর খানকা শরীফ গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
সোমবার (৫জুন) সন্ধ্যায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাজ থেকে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
মঙ্গলবার (৬ জুন) সকালে নীলফামারী র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী শহিদুল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এ কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে ডিমলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আসামীকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। ডিমলা থানার ওসি লাইছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - নীলফামারী