নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে প্রতি বইয়ে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। মেলাটি স্থানীয় শহীদ স্মরণী (ক্যান্টবাজার) মোড়ে সৈয়দপুর রিডার্স এসোসিয়েশন ও লাইব্রেরিয়াম নামের প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করে।
মেলায় বিক্রির জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ৫ শতাধিক বই রাখা হয় । মেলা উপলক্ষে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় বইগুলোতে।
মেলায় আসা ইসরাত পারভীন নামে একজন পাঠক বলেন, ভ্রাম্যমাণ বইমেলার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে আরও বেশি প্রচার হলে তুলনামূলক বেশি সাড়া পাওয়া যেত।
সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নবীন ইসলাম বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয় বরং পাঠক আসুক, বিভিন্ন বই সম্পর্কে জানুক, এটাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরণের বইমেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…