রংপুর বিভাগীয় পুলিশের প্রধান কর্মকর্তা (ডিআইজি) আমিনুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রধান প্রধান দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এই সফরে এসেছিলেন তিনি।
গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টায় তিনি সৈয়দপুরে প্রবেশ করেন এবং দীর্ঘ ৩ ঘন্টা অবস্থান করেন। এসময় তিনি সিটি শিল্প গ্রুপের পূজা মন্ডপ, সৈয়দপুরের কেন্দ্রীয় পূজা মন্ডপ ও বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাঙা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এই সফরে তার সাথে ছিলেন, ডিআইজি’র অফিস স্ট্যাপ (অতিরিক্ত পুলিশ সুপার) রাফি, নীলফামারীর পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।
ডিআইজি রংপুর থেকে আসার পথে প্রথমেই পরিদর্শন করেন রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় রানু এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কোম্পানি চত্বরে আয়োজিত সিটি শিল্প গ্রুপের পূজা মন্ডপ। এসময় তাদের শুভেচ্ছা জানান সিটি গ্রুপের চেয়ারম্যান অনন্যা শাহা, ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস, পরিচালক সুশান্ত কুমার দাস।
এখানে সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার গৌতম হালদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ডিআইজি আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রোডাকশন ম্যানেজার আকতার হোসেন, সিটি ইস্পাত লিমিটেডের ম্যানেজার প্রকাশ কুমার দাস।
এরপর ডিআইজিসহ পুলিশ বহর ও জামায়াত নেতৃবৃন্দ যান পৌরসভার শহীদ তুলশীরাম সড়কে কেন্দ্রীয় পূজা মন্ডপে। সেখানে পরিদর্শন দলকে স্বাগত জানান নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বিএনপি নেতা অমিত কুমার আগারওয়ালা।
এখানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর জামায়াত আমীর শরফুদ্দীন খান, জেলা ছাত্র দল সভাপতি আরমান, শহর ছাত্র শিবির সভাপতি শিমুল ইসলাম। এছাড়াও বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাঙা পূজা মন্ডপও পরিদর্শন করেন ডিআইজি।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…