আগামী ১২ই অক্টোবর (শনিবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম রংপুরে আসবেন। সফরসূচি অনুযায়ী তিনি শনিবার সকাল ১০ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করবেন। উপদেষ্টা সকাল ১০:৩০ মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করার পর সকাল ১০:৪৫ মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি সকাল ১১:৩০ মিনিটে আলোচনাসভা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত গবেষণা প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও উপদেষ্টা বেলা ৩ টায় রংপুর সার্কিট হাউজে সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আলোচনাসভা এবং বিকাল ৪ টায় একই স্থানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে তিনি রংপুর ত্যাগ করবেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…