নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে দৈনিক দিনকাল সৈয়দপুর প্রতিনিধি মিজানুর রহমান মিলনের মোটর সাইকেল চুরি হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে।
সাংবাদিক মিলন জানান, ওই সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তার বাজাজ সিটি-১০০ লাল রংয়ের মোটর সাইকেলটি রেখে দোতলায় পিআইও এর কার্যালয়ে যান। আসন্ন দূর্গাপূজায় উৎসব সহযোগিতা হিসেবে প্রদত্ত বরাদ্দকৃত চালের পরিমাণের বিষয়ে তথ্য নিয়েই তিনি নিচে নেমে দেখেন তার মোটর সাইকেলটি নেই। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দিনে দুপুরে এমন চুরির ঘটনায় তিনি হতবাক।
তিনি বলেন, উপজেলা চত্বর হলো সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত স্থান। চারপাশে সিসি টিভি ক্যামেরা বিদ্যমান। তাছাড়া আজ সকাল ১১ থেকে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা চলছিল উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় মিলনায়তনে। অর্থাৎ বেশ লোকজনের সমাগম হয়েছিল এসময়। এত লোকজনে মাঝেই এভাবে চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি। তবে মৌখিক জানানোর প্রেক্ষিতে সিসি টিভি ফুটেজ দেখা হচ্ছে। তাতে কোন ক্লু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী বলেন, উপজেলা চত্বর থেকে মোটর সাইকেল চুরির ঘটনা সত্যই দুঃখজনক। মোটর সাইকেল মালিক সাংবাদিক মিজানুর রহমান মিলন উপজেলা চত্বরের সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। এরপর তিনি অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।